• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ১২:৪২:৩০ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:১৬:৩২

সংবাদ ছবি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. জেদান আল মুসার সভাপতিত্বে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

Ad

সভায় পুলিশ সুপার জেদান আল মুসা দিনাজপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত ও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, মাদক নির্মূল এবং পুলিশের কার্যক্রমকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Ad
Ad

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। অপরদিকে, সভায় সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত চ্যালেঞ্জ ও জেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার এসব পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২২:০৭







সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫



Follow Us