• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ১২:৩৭:০৪ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৪ ডিগ্রিতে

৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫৪:৩৭

সংবাদ ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: ঘন কুয়াশা আর তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছে কুড়িগ্রামের মানুষ। 

Ad

৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯৭ ভাগ।

Ad
Ad

সরেজমিনে দেখা গেছে, কুয়াশার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন। দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। এ ছাড়া শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। 

জেলার ভূরুঙ্গামারী উপজেলার কৃষক রফিকুল ইসলাম বলেন, দুই-তিনদিন থেকে প্রচুর কুয়াশা পড়ছে। কুয়াশা দীর্ঘদিন থাকলে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া অন্যান্য ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। 

অটোরিকশাচালক আব্দুর রশিদ বলেন, ভোরে ভূরুঙ্গামারী থেকে যাত্রীদের নিয়ে কচাকাটা যেতে আমাদের খুব কষ্ট হয়। কুয়াশার কারণে রাস্তায় কিছু দেখা যায় না। সারা রাস্তা হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়। 

রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৬টায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠান্ডা আরও বাড়বে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২২:০৭







সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫



Follow Us