বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মানববন্ধন, অবশেষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামে ইঞ্জিনিয়ার এম এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসার সুপার গোলাম মোস্তুফার বিরুদ্ধে ২৭ অক্টোবর সোমবার সকাল থেকে শুরু হয় এই গণস্বাক্ষর কর্মসূচী।


এতে প্রায় ৫শ’ মানুষ স্বাক্ষর প্রদান করে। দেখা যায়, স্থানীয় অভিভাবক, প্রতিষ্ঠাতা ও এলাকাবাসী স্বাক্ষর প্রদান করে।

এসময় তারা বলেন, মাদ্রাসার সুপার গোলাম মোস্তুফাকে ১১ বছর আগে বহিষ্কার করা হয় ১১টি সুনির্দিষ্ট কারণে। তখন থেকেই তিনি মাদ্রাসায় অনুপস্থিত ছিলেন। সম্প্রতি সরকার পরিবর্তনের পর স্থানীয় জামায়াত নেতাদের সহযোগিতায় এই সুপার প্রতিষ্ঠানটিতে যোগদান করে।
এলাকাবাসী ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এম এ মান্নানের দাবি, বহিষ্কৃত দুর্নীতিপরায়ণ সুপারকে তারা মাদ্রাসার দায়িত্বে দেখতে চান না।
বেশ কিছুদিন আগেও স্থানীয়রা এই সুপারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করে। তারপরেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা।
জানা যায়, মাদ্রাসাটি নিজস্ব জায়গায় প্রতিষ্ঠা করেন ইঞ্জিনিয়ার এম এ মান্নান। এছাড়া এই এলাকায় আরো কিছু প্রতিষ্ঠান রয়েছে তার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available