• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ১১:২৩:১৫ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

আমতলীতে ইসলামি আন্দোলনের তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২৬ অক্টোবর ২০২৫ সকাল ০৮:১৮:১৯

সংবাদ ছবি

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে তিন শতাধিক ইসলামি আন্দোলনের নেতাকর্মী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

২৫ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পৌরসভার নুরজাহান ক্লাবে এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

Ad
Ad

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকিরের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের প্রায় তিনশত নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন।

Ad

যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা ও বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহিন।

ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আমতলী উপজেলা শাখার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছায় যোগ দিতে আসেন।

বিএনপিতে যোগ দিতে আসেন আমতলী সদর ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ডের সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার।

ইসলামি আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলার সদর ইউনিয়ন থেকে যোগদানকারীরা হলেন- মো. খলিল হাওলাদার, মো. আবুল কালাম হাওলাদার, মো. দেলোয়ার হোসেন (মাস্টার) মুসুল্লি, মো. শানু মিয়া, আবদুস সালাম, মো. কবির হোসেন, মো. নুরুল হক মোল্লা, মো. সোনা মিয়া ফরাজি, মো. লাল মিয়া, মো. কবির হাওলাদার, মো. আলমগীর হাওলাদার, আ. রহমান,  মো. তোফাজ্জেল মৃধা, আ. বারেক হাওলাদার, মোঃ খলিল মুসুল্লি, মোঃ জালাল মুসুল্লি, মোঃ জলিল গাজী,  মোঃ মালেক মৃধা মোঃ মালেক হাওলাদার ও জলিল মুসুল্লিসহ তিন শতাধিক নেতাকর্মী।

বিএনপিতে যোগদান করা মো. নাসির উদ্দিন হাওলাদার জানান, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকিরের নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগদান করেছি।’

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব অ্যাড. গাজী তৌহিদুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সৈয়দ জহিররুল ইসলাম জহির, আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম মামুন, বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদ খান, পৌর বিএনপি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কবির ফকির, যুগ্ম আহবায়ক তোফাজ্জেল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. জালাল মৃধা,  গুলিশাখালি ইউনিয়ন বিএনপির আহবায়ক এ্যাড. মো. জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us