• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:৪০:৩১ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

হবিগঞ্জের কালনী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

২৫ অক্টোবর ২০২৫ সকাল ১১:২৪:২৯

সংবাদ ছবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরের  নোয়াপাড়ায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।  

২৪ অক্টোবর শুক্রবার বিকেলে ঐক্যবদ্ধ মাধবপুরবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন হিমেলের সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল, ছাতিয়াইন  ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, বাঘাসুরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোৎস্না বেগম, বৈছাআ মাধবপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম তানজিল, পর্যটন ট্যুর অপারেটর ইচ্ছে ঘুড়ির সৈয়দ বোরহান, বৈছাআ মাধবপুরের সাবেক মুখ্য সংগঠক সৈয়দ মাহদী হাসান।

Ad

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াপাড়া স্টেশন দিয়ে মাধবপুর, লাখাই ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লোকজন যাতায়াত করেন। কালনী ট্রেন ওই স্টেশনে যাত্রা বিরতি দেয়নি। অবিলম্বে নোয়াপাড়া স্টেশনে কালনী ট্রেনে যাত্রা বিরতি দিতে হবে। অন্যথায় মাধবপুরবাসী কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহন করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
দেশের বর্তমান পরিস্থিতির জন্য কারা দায়ী
২৫ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৩২:১৩








Follow Us