• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:৩১:৪৪ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

পাথরঘাটায় কৃষকদের মাঝে সার, বীজ ও চারা বিতরণ

২৫ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:০৪

সংবাদ ছবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: ‎বরগুনার পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, নারিকেল ও লেবুর চারা এবং বিভিন্ন ধরনের সার বিতরণ করা হয়েছে। 

২৫ জুন ‎বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মিজানুর রহমান।  বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শওকত হোসেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক হোসেন,
‎উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।

‎কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২১৫০ জন কৃষককে ৪ কেজি করে আমন ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। পাশাপাশি ২১৫০ জন কৃষককে ৫ টি করে এবং ২০ টি প্রতিষ্ঠানকে ১০ টি করে নারিকেল চারা বিতরণ করা হয়। ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ এর কার্যক্রম ২৫-২৬ এ বাস্তবায়ন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

‎কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকরা চাষাবাদে প্রণোদনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
গাজীপুর সাফারি পার্কে আর কোনো জিরাফ নেই
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৭:০০





সংবাদ ছবি
ঝিনাইদহে আলেমদের সঙ্গে বিএনপির মতবিনিময়
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:১৭:১৪


সংবাদ ছবি
সত্যের পথে বিএনপি অটল : ফয়জী
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৭:৩৬



Follow Us