• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০১:৪১:৫৭ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ নেতা জুনায়েদ

৯ মে ২০২৩ সকাল ০৯:৩৩:৫৯

সংবাদ ছবি

নিউজ ডেস্ক: কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পীর নির্দেশে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণের সবচেয়ে বড় ইউনিট সরকারি মাদ্রাসা-ই- আলিয়ার সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. জুনায়েদ খান ।

৮ এপ্রিল সোমবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি মাদ্রাসা-ই- আলিয়ার সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. জুনায়েদ খান ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ২০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেন।

Ad
Ad

মো. জুনায়েদ খান বলেন, জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় কেন্দ্রীয় ছাত্রলীগের  আহ্বানে সাড়া দিয়ে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পীর নির্দেশে কৃষকের ২০ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছি।

Ad

তিনি বলেন, ছাত্রলীগের নির্দেশ রয়েছে দেশের সব জেলায় গরিব ও অসহায় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কৃষকের ধান কেটে দিয়েছি। আমরা কৃষকের সম্মতি নিয়েই তাদের জমির পাকা ধান কেটেছি। কৃষক আমাদের কাজে খুশি হয়েছেন। ছাত্রলীগের কর্মী হিসেবে এতেই আমার তৃপ্তি।

কৃষক বলেন, আমার জমির পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। ছাত্রলীগের মো. জুনায়েদ খান নেতাকর্মী নিয়ে আমার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। বিনিময়ে তারা এক গ্লাস পানিও খায়নি। একদম বিনামূল্যে তারা এই কাজ করেছে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

এর আগে, গত ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ, তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us