• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ০৩:৩০:৪৬ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

টেকনাফে আবারও ১৭ নারী-পুরুষ-শিশু উদ্ধার, দালাল আটক

২৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:২৯:৩৪

সংবাদ ছবি

শেখ সেলিম, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের পাহাড়ে নৌবাহিনী অভিযান চালিয়ে দালালের আস্তানা থেকে ১৭ জন নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। এ সময় এক দালালকে আটক করা হয়। এদের মালেয়শিয়া পাচারের জন্য জড়ো করা হয়েছিল। 

Ad

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে নৌবাহিনী ১৭ জন মালয়েশিয়াগামী ও একজন দালালকে থানায় সোপর্দ করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Ad
Ad

২৫ জানুয়ারি শনিবার বিকালে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে জানিয়ে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘টেকনাফের পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের আস্তানায় একদল রোহিঙ্গা এবং বাংলাদেশিকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করার সংবাদ পাওয়া যায়। টেকনাফ নৌবাহিনীর কন্টিজেন একটি দল ওই পাহাড়ে অভিযান চালিয়ে ১৭ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে। তার মধ্যে আলী আব্দুল্লাহ নামে এক দালালকে আটক করা হয়।’

তিনি আরও জানান, উদ্ধার ভিকটিমদের মধ্যে তিন জন বাংলাদেশি নাগরিক, ১৪ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু রয়েছে। 

উদ্ধারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২২:০৭







সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫



Follow Us