• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সকাল ০৯:৫১:১১ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

খুলনার কাউন্সিলর টিপু হত্যা মামলায় পাপ্পুসহ ৩ আসামি গ্রেফতার

১৫ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৩৩:৩৯

সংবাদ ছবি

কক্সবাজার প্রতিনিধি: মৌলভীবাজার থেকে খুলনার চাঞ্চল্যকর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে জড়িত তিন জনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। ১৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে এক জন নারীও রয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও ৪টি কার্তুজও। 

১৫ জানুয়ারি বুধবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. রহমত উল্লাহ।

Ad
Ad

গ্রেফতাররা হলেন-  সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর সাথে কক্সবাজার ঘুরতে আসা নারী খুলনা সিটি কর্পোরেশন দেওয়ান মোল্লা পাড়া আক্কাস আলী সড়কের মো. সেলিম আকনের মেয়ে ঋতু (২৪)। একই এলাকার মো. জামাল শেখের ছেলে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু ও খুলনা কেশব লাল রোড মধ্য কারিগর পাড়ার মো. হায়দর সর্দার অদুদেরর ছেলে গোলাম রসুল।

Ad

পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বলেন, ঘটনার পর থেকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যে পুলিশ জানতে পারে ঘটনায় জড়িত নারীসহ তার সঙ্গীয় কয়েকজন মৌলভীবাজার জেলায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার থেকে জেলা পুলিশের একটি দল মৌলভীবাজারের জুড়ি থানার কাপনা পাহাড়ি চা বাগানে অভিযান চালায়। এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে তিনজনকে গ্রেফতার করা হয়।  

তিনি আরও বলেন, গ্রেফতার তিনজনই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল। এদের মধ্যে ঋতু কক্সবাজার ঘুরতে এসে কাউন্সিলর টিপুর সঙ্গে হোটেলে উঠেছিল। আর ঘটনার পর থেকে ওই নারীর সন্ধান পাচ্ছিল না পুলিশ। ঋতু কিলিং মিশনের সদস্য ও তাকে টুপ হিসেবে ব্যবহার করা হয়। গ্রেফতারদের আদালতে সোপর্দের পর রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
সেনবাগে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
২৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৮:৩২










Follow Us