• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:৩২:৪৪ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

কক্সবাজার মেরিন ড্রাইভে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের উদ্যোগে হাফ ম্যারাথন অনুষ্ঠিত

২৯ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:০০:৪২

সংবাদ ছবি

কক্সবাজার প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিজয় দিবস হাফ ম্যারাথন-২০২৪, কক্সবাজার‘ অনুষ্ঠিত হয়েছে।

২৮ ডিসেম্বর শনিবার কক্সবাজারে প্রথমবারের মতো এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। 'Run for Heroes of Our Victory' এই প্রতিপাদ্যে মেরিন ড্রাইভে ২১ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

তিন জন বিদেশিসহ ৩৫৪ জন পুরুষ ও একজন বিদেশিসহ ২২ জন মহিলা দৌড়বিদ এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সকল দৌড়বিদকে আকর্ষণীয় টি-শার্ট, ফিনিশার মেডেল এবং ফিনিশার সার্টিফিকেট (ই-সার্টিফিকেট) প্রদান করা হয়।

Ad

১৮-৪৫ বছরের পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মো. ইমরান হাসান, প্রথম রানারআপ মো. আশরাফুল আলম এবং দ্বিতীয় রানারআপ মোহাম্মদ সুজন। ১৮-৪৫ বছরের মহিলা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মেজর শাউলীন সিগমা, প্রথম রানারআপ মোছা. সামিয়া এবং দ্বিতীয় রানারআপ হন সৈনিক মোছা. নাছিমা খাতুন।

চ্যাম্পিয়ন দৌড়বিদকে পুরস্কার হিসাবে ৫০ হাজার টাকা, প্রথম রানারআপকে ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করে।

প্রতিযোগিতার উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। এ সময় কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
গাজীপুর সাফারি পার্কে আর কোনো জিরাফ নেই
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:৫৭:০০





সংবাদ ছবি
ঝিনাইদহে আলেমদের সঙ্গে বিএনপির মতবিনিময়
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:১৭:১৪


সংবাদ ছবি
সত্যের পথে বিএনপি অটল : ফয়জী
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৭:৩৬



Follow Us