• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:২৬:০৭ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

ব্যবসায়ী সংগঠনের পদবীকে আওয়ামী লীগের পদ বলে থানায় মামলা

৩ নভেম্বর ২০২৪ সকাল ১০:৩০:০৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী সংগঠন ঢাকা কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. শাহজাহানকে আওয়ামী লীগের নেতা বলে মিথ্যা মামলার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, মো. শাহজাহান দীর্ঘ ৩০ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সি এন্ড এফ এর ব্যবসায় জড়িত। তিনি বর্তমানে সিন্থিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী। এছাড়া তিনি ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক। ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক ব্যবসায়ী সংগঠন। অথচ, কিছু কতিপয় অসাধু লোক তাকে আওয়ামী লীগের নেতা ও যুগ্ম সম্পাদক বলে অপপ্রচার চালায়। সর্বশেষ আশুলিয়া থানায় তাকে আওয়ামী লীগ নেতা বলে একটি মামলা আসামী করা হয়। সেখানে তাকে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলে উল্লেখ করা হয়।

Ad
Ad

এ বিষয়ে ভুক্তভোগী মো. শাজাহান বলেন, আমি সম্পূর্ণ নিরপরাধ। আমাদের ব্যবসায়ী সিন্ডিকেট আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তিনি আরও দাবি করেন, আমি যদি আওয়ামী লীগ করি তাহলে আওয়ামী লীগ কেন আমার নামে ২০২২ সালে বিএনপি বলে থানা মামলা করেছিল?

Ad

উল্লেখ্য, ২০২২ সালের ১৮ নভেম্বর সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার তৎকালীন আওয়ামী লীগের সভাপতি সেলিম বাদী হয়ে কামারখন্দ থানায় ১৫৪ নং ধারায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা করেন। সেই মামলার ১৭ নং আসামী ছিলেন মো. শাহজাহান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:০৩:২৫

সংবাদ ছবি
ডিমলায় পিকআপের ধাক্কায় নানী-নাতনীর মৃত্যু
২৬ অক্টোবর ২০২৫ দুপুর ০২:২৮:১৭







Follow Us