• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩২ ভোর ০৫:২৫:০৩ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে ‘বর্তমান প্রেক্ষাপটে ইমাম-খতিবদের দায়িত্ব-কর্তব্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৯ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭:০২

সংবাদ ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: দেশের বর্তমান প্রেক্ষাপটে ইমাম ও খতিবদের দায়িত্ব-কর্তব্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

১৯ অক্টোবর শনিবার দুপুরে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে জেলা ইমাম পরিষদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

Ad
Ad

জেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। 

Ad

সেমিনারে প্রধান আলোচক ছিলেন, লেখক, অনুবাদক ও গবেষক ড. মাও. শহিদুল ইসলাম ফারুকী। এছাড়াও ঝিনাইদহ জামিয়াতুস সুন্নাহ’র উচ্চতর দাওয়াহ ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুশাহিদ আলী চমকপুরী, জেলার ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ প্রমুখ আলোচনা রাখেন।

সেমিনারে আলোচকবৃন্দ বলেন, ইসলামের নৈতিকতা ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে ইমামরা বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সেই সাথে তাদেরকে সমাজে সহিংসতা, চরমপন্থা এবং ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। 

এছাড়াও বর্তমানে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন- মাদকাসক্তি, নারী ও শিশু নির্যাতন এবং সাইবার অপরাধ মোকাবেলায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পরামর্শ দেন। এক্ষেত্রে জুমার খুতবা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে দৃষ্টি আকর্ষণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us