• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩২ ভোর ০৫:৩০:০১ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে পাগলা বাবার মাজার গুঁড়িয়ে দিয়েছে মুসল্লিরা

১৩ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১২:৩৫

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় একটি মাজারে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় মুসল্লিরা। স্থানীয়দের কাছে এটি শাহসুফি ফসিহ পাগলা বাবার মাজার নামে পরিচিত।

১৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুর তিনটার দিকে গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাজারটিতে হামলা চালানো হয়। প্রায় একঘণ্টা ধরে ভাঙচুর করা হয়। এরপর ভ্যাকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় কবর ও মাজারের প্রধান ফটক।

Ad
Ad

ইসলামবিরোধী কর্মকাণ্ড ও মাদকের ছড়াছড়ির অভিযোগে এনে আশেপাশের বিভিন্ন এলাকার মাদ্রাসাছাত্র-শিক্ষক, মসজিদের ইমামসহ আলেম ওলামারা মাজারটি ভেঙে দিয়েছেন। এসময় নারায়ে তাকবির আল্লাহু আকবর স্লোগান দিতে দেখা গেছে মুসল্লিদের।

Ad

মুসল্লিদের দাবি, এই মাজারে বছরের পর বছর অশ্লীল নাচ-গান ও গাঁজার আসর বসতো। মাজারের নামে বিভিন্ন জায়গা থেকে চাঁদা উঠিয়ে নিজেরা ব্যয় করতো। মাজারের কবরগুলোতে কোনো মৃতদেহ নেই। এই মাজার ভেঙে মসজিদ নির্মাণ করার দাবিও জানান মুসল্লিরা।

মাজারে দীর্ঘদিন ধরে থাকা ল্যাংটা কবীর বলেন, আমার নাম ল্যাংটা কবীর। আমি দীর্ঘদিন ধরেছিলাম তবে এখন চলে যাচ্ছি। মাজার ভেঙে ফেলা হয়েছে। মাজারে আগুন দেওয়া হয়েছে আমি অনেক কষ্ট পেয়েছি।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, মাজার ভাঙার ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us