• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ১০:৫২:০৬ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

লালমোহনে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে যানবাহন

৪ এপ্রিল ২০২৩ সকাল ১১:৪৩:২৯

সংবাদ ছবি

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভা ও কালমা ইউনিয়নের একটি সংযোগ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ব্রিজের মাঝের বেশির ভাগ অংশের পলেস্তরা খসে পড়ে রড দেখা যাচ্ছে। এতে যানবাহন দুরের কথা পথচারীদের পারাপাড়েও কষ্ট হচ্ছে।

পৌরসভার ৮নং ওয়ার্ড ও কালমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রিপুজি পাড়া সড়কের উপর নির্মিত খালের উপরের এই ব্রিজটি। গত ৫বছর ধরে ব্রিজটি এমন অবস্থা জানান স্থানীয়রা।

Ad
Ad

কালমার দক্ষিণ চরছকিনা গ্রামের কয়েক হাজার মানুষ দৈনিক লালমোহন পৌরশহরমুখী হয়। বিভিন্ন প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রিজ পার হয় তারা। আতঙ্ক আর উৎকন্ঠায় অটোরিকশা, ভ্যানগাড়ী, মোটরসাইকেল চলাচল করছে। এই ব্রিজ দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার অধ্যয়নরত শিক্ষার্থীরাও চলাচল করছে। মুমূর্ষুরোগী নিয়ে এই ব্রিজ পার হাওয়া কঠিন হয়ে দাড়ায়।
 
সরেজমিনে দেখা গেছে, লালমোহন পৌর শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে প্রায় ৩৫ বছর আগে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে বয়সের ভারে ব্রিজটি গত ৫ বছর ধরে এই বেহাল দশা। ব্রিজের মাঝের বেশির ভাগ অংশের পলেস্তরা খসে পড়ে যাওয়ায় রডগুলো বেরিয়ে এসেছে।

Ad

ব্রিজটির কোনও প্রান্তেই ‘ঝুঁকিপূর্ণ’ কিংবা ‘সাবধান’ লেখা সতর্কতা সাইনবোর্ড টানানো নেই। ব্রিজের নিচের লোহার প্রায় এঙ্গেল ভেঙ্গে পড়ে আছে। আর উপরের অংশের ইট বালি সিমেন্টের ঢালাই নাজুঁক। এরপরও ব্রিজটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে ছোট যানবাহন ও এলাকাবাসী চলাচল করছে। যে কোনও যানবাহন উঠলেই ব্রিজটি কেঁপে ওঠে। ঝুঁকিপূর্ণ এ ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের।

এ বিষয়ে এলজিইডির লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব শাহা বলেন, ব্রিজটির জন্য স্টিমিট করে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর বরাদ্দের আবেদন করেছি। নতুন অর্থ বছরে নতুন বরাদ্দ পেলে ব্রিজ নির্মাণ কাজের ব্যবস্থা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us