• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ১১:৫২:২৮ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে মালেক ডাকাতসহ ৮ জন গ্রেফতার

৬ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৪:৪৫

সংবাদ ছবি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধের ঘটনায় জড়িত থাকার দায়ে, আলোচিত মোর্শেদ বলির হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল মালেকসহ ৮ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

৬ সেপ্টেম্বর শুক্রবার ভোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের নেতৃত্বে এই অভিযান চালায় যৌথবাহিনী। তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ানশুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ২টি কিরিচ ও ১টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।

Ad
Ad

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে আবদুল মালেক, তার ভাই কলিম উল্লাহ, একই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে খোরশেদ আলম, মো. শফিউল্লাহর ছেলে হাসান শরীফ লাদেন, মোহাম্মদ আলির ছেলে মোহাম্মদ শাহিন, মাহাবুল্লাহর ছেলে মোহাম্মদ মিজান, মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই ও তার ভাই আবদুল আজিজ।

Ad

আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম চৌধুরি।

র‍্যাব জানায়, কক্সবাজারের পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধের ঘটনায় নজরদারিতে ছিল মালেক। এসব তদন্তে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের নাম সামনে আসে। এমন পরিস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনসাধারণের জানমাল রক্ষায় যৌথ অভিযান চালানো হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছে বলেও জানান র‍্যাব এর এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us