• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:১৯:১৬ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৫

১৮ এপ্রিল ২০২৪ রাত ০৮:৩১:১৮

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ঘাটার চর মধু সিটি এলাকায় পয়লা বৈশাখে বন্ধুদের সাথে ঘুরতে এসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় পরদিন মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলো, মিলন (২৩), মো. মাসুম (২৫), শহিদুল ইসলাম (২১), মো. রাহাত (১৮) ও মো. সোহাগ আলম (২০)।

Ad
Ad

১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির।

Ad

তিনি বলেন, পহেলা বৈশাখের দিন বিকেলে তরুণী তার বন্ধু সিজান ও রিজভীকে নিয়ে কেরাণীগঞ্জের ঘাটার চরে মধুসিটিতে ঘুরতে যায়। হাউজিংয়ের ভিতর ফাঁকা জায়গায় বসে তরুণী তার বন্ধুদের সাথে ছবি তোলার সময় অজ্ঞাত ৫-৭ জন বিভিন্ন ধরণের প্রশ্ন করতে থাকে।

এক পর্যায়ে রাত সাড়ে ৭টায় ওই যুবকরা ওই তরুণী ও তার বন্ধুদের টেনেহিঁচড়ে হাউজিংয়ের আরও ভিতরে নিয়ে সিজান ও রিজভীকে আটক করে এলোপাথারি কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

পরে ওই যুবকরা তরুণীকে হাউজিংয়ের ভিতরে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে তরুণী ও তার বন্ধুদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইলগুলো নিয়ে যায় এবং কাউকে জানাইলে ক্ষতি করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় পরদিন ওই তরুণী এসে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে সিসি ফুটেজ পর্যালোচনা করে রাহাত এবং সোহাগকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা পেশাদার ছিনতাইকারী, এদের মধ্যে মাসুমের নামে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:০৩:২৫

সংবাদ ছবি
ডিমলায় পিকআপের ধাক্কায় নানী-নাতনীর মৃত্যু
২৬ অক্টোবর ২০২৫ দুপুর ০২:২৮:১৭







Follow Us