• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ১২:০৭:৪৭ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

রাজাপুরে সাংবাদিককে মারধর করলো পুলিশ

৩১ মার্চ ২০২৪ সকাল ০৯:৫৩:৪০

সংবাদ ছবি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুর থানার ভিতরে সাংবাদিক মাঈনুল ইসলাম টুটুলকে লাঞ্ছিত করেছে রাজাপুর থানা পুলিশের এ এস আই মাহাবুব। টুটুল দৈনিক ভোরের কাগজ পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি, রাজাপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং গালুয়ার ইউপি সদস্য।

৩০ মার্চ শনিবার বিকেল সাড়ে ৪টায় থানার ভিতরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মাগরিবের নামাজ ও ইফতার শেষে থানার সামনে অভিযুক্ত পুলিশের প্রত্যাহারের দাবি জানিয়ে স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিরা বিক্ষোভ প্রদর্শণ করেন। পুলিশের এএসআইকে প্রত্যাহারের দাবিতে ১২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন।

Ad
Ad

এ সময় জনপ্রতিনিধিরা সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন রাজাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের রাজাপুর প্রতিনিধি মনিরুজ্জামান খান এবং সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর।

Ad

সাংবাদিক মাঈনুল ইসলাম টুটুল জানায়, এলাকায় বিবাদমান ঘটনায় একটি পক্ষকে থানায় নিয়ে আসা হলে জনপ্রতিনিধি হিসেবে আমি সেখানে উপস্থিত হই। তখন আমার সাথে আমার শিশু কন্যও থানায় উপস্থিত ছিলো। পুলিশ এএসআই মাহাবুবের সাথে কথা বলার একপর্যায়ে শিশুকন্যার সামনেই তিনি আমার গায়ে হাত তুলে এবং আমায় লাঞ্ছিত করেন।

এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, প্রশাসনিক তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্যর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us