• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:২০:৩০ (18-Dec-2025)
  • - ৩৩° সে:

মাদক মামলায় সাজাপ্রাপ্ত কয়েদির ঢামেকে মৃত্যু

৬ মার্চ ২০২৪ বিকাল ০৩:৪৮:৪০

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি মাদক মামলায় সাজাপ্রাপ্ত লাল মিয়া (৫০) নামের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

Ad

৫ মার্চ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলায় ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

মৃত লাল মিয়া যশোরের চৌগাছা থানার দশ-পাখিয়া গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে। সে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে খুলনা জেলা কারাগারে বন্দি ছিল। উন্নত চিকিৎসার জন্য গত ১ মার্চ তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, গত ১ মার্চ লাল মিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার পর পরই চিকিৎসার জন্য তাকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালেপাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা শেষে ঐদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গতকাল মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
১৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৪১:৩৪



সংবাদ ছবি
নওগাঁয় এক রাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরি
১৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১৪:৩৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২৪০
১৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১১:৪৩






Follow Us