• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০২:৩৬:৫৩ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় দ্যা জিনিয়াস বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৬ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২১:০২

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও সমমনা ব্যক্তিদের সংগঠন দ্যা জিনিয়াস ক্লাবের উদ্যোগে দ্যা জিনিয়াস বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

পরীক্ষায় উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৮০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফলের পর ১২০ জনকে ট্যালেন্টপুল ও  ১৮০ জন পরীক্ষার্থীকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে বলে জানান সংগঠনের সভাপতি শিক্ষক মো. জাবেদ হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক শিক্ষক মো. আবু সায়েম।

Ad

পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান।

মধ্যম জোন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিব ছিলেন শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল। সহকারী সচিব ছিলেন শিক্ষক মো. আবদুল আজিজ, হল সুপার ছিলেন মো. রহিম উদ্দিন সিকদার এবং শিক্ষক মো. আবু সায়েম সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

উত্তর জোন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিব ছিলেন শিক্ষক নেছার উদ্দিন চৌধুরী, সহকারী সচিব ছিলেন মো. হারুন অর রশিদ, হল সুপার ছিলেন মো. মঈনুল ইসলাম মাহমুদ এবং শিক্ষক ওমর ফারুক ও মো. বেলাল হোসেন সমন্বয়কারী হিসেবে দায়িত্বে ছিলেন।

দক্ষিণ জোন দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিব ছিলেন শিক্ষক আশীষ কুমার দে, সহকারী সচিব ছিলেন মো. আবদুল আজিজ, হল সুপার ছিলেন শিক্ষক মো. তারেক হোসেন এবং মো. জাবেদ হোসেন তালুকদার সমন্বয়কারী হিসেবে দায়িত্বে ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us