• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০৯:০৬:৫১ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

রাজশাহীতে ২৫ দিনে বিএনপির ১২৭২ নেতাকর্মী গ্রেফতার

২৬ নভেম্বর ২০২৩ দুপুর ০২:৪৯:২৫

সংবাদ ছবি

রাজশাহী প্রতিনিধি: যানবাহনে আগুন দেওয়া ও পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনার সঙ্গে বিএনপির নেতাকর্মী জড়িত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সেইসাথে তিনি পুলিশের গ্রেফতার অভিযান বন্ধ এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও শান্তিপূর্ণ আন্দোলনে সহযোগিতা করার দাবি জানান।

২৫ নভেম্বর শনিবার সকাল ১১টায় নগরীর মালোপাড়ায় মহানগর ও জেলা বিএনপির যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৫ দিনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১২টি থানার মধ্যে ১০টি থানা পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২৯টি মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেফতার করেছে ৫৫৪ জনকে। এছাড়াও জেলার ৮টি থানায় ১১টি মামলায় গ্রেফতার করেছে ৭১৮ জনকে।

Ad

পুলিশ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রতিরাতেই দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। বাড়িতে তাদের না পেলে পরিবারের সদস্যদের নির্যাতন করা হচ্ছে। এমনকি বিএনপির কোনো কোনো নেতার স্ত্রীকেও ধরে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনা ঘটিয়েছে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার প্রমুখ।

এছাড়াও সংবাদ সম্মেলনে ছয়জন বিএনপিপন্থী আইনজীবী উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩





Follow Us