• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০৯:০২:৪৯ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

সশস্ত্র বাহিনী দিবসে কক্সবাজারে ২০১ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

২২ নভেম্বর ২০২৩ সকাল ০৯:৩০:৪৫

সংবাদ ছবি

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারে যথাযথ মর্যাদা ও বিপুল  উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস  উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ২১ নভেম্বর মঙ্গলবার বিকেলে রামু সেনানিবাসে এক মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সম্মানিত করা হয় কক্সবাজারের ২০১ জন বীর মুক্তিযোদ্ধাকে।

Ad
Ad

শুরুতে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, সংবর্ধনা, সম্মাননা ও উপহার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. মাসুদুর রহমান।

Ad

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মো. মাসুদুর রহমান বলেন, ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়। এর ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা অর্জন করি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, বাংলাদেশ।

তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, পাবর্ত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, জঙ্গী দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

অনুষ্ঠানে কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ্ রফিক, কক্সবাজার সংরক্ষিত নারী আসনের সাংসদ কানিজ ফাতিমা, জেলা প্রশাসক শাহিন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামসহ মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্রবাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩





Follow Us