• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:১৯:০৩ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

১৫ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:২২:০২

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গোলাইডাঙ্গা বাস্তা গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ ও গলা কেটে হত্যার দায়ে মো. লোকমান হোসেন নামে ১ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 

১৫ নভেম্বর বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম তানিয়া কামাল।

Ad
Ad

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. রোকমান হোসেন ওরফে লোকমান মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বড় কালিয়াকৈর গ্রামের মো. আমোদ আলীর ছেলে।

Ad

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ঘরে কেউ না থাকার সুযোগে ২০১৯ সালের ৫ ডিসেম্বর ছমিরনকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে লোকমান। এ ঘটনায় স্থানীয়রা লোকমানকে আটক করে পুলিশে দেয়।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষে আইনজীবী একেএম নূরুল হুদা রুবেল জানান, এ ঘটনায় ছমিরনের ভাইয়ের বউ সুমি ঘটনার পরের দিন ৬ ডিসেম্বর বাদী হয়ে সিংগাইর থানায় ১ টি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আব্দুস সাত্তার মিয়া তদন্ত শেষে লোকমানকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৮ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরবর্তীতে ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ধর্ষণ ও হত্যাকান্ডের সাথে তার সংশিষ্টতা পাওয়ায় আসামী মো. লোকমান হোসেন ওরফে লোকমানকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (২) ধারায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শাহিনুর ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩









Follow Us