• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সকাল ১১:২৭:১৬ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

পাহাড়িকা এক্সপ্রেস বিকল হয়ে সিলেটের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ

৮ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:৩৮:১১

সংবাদ ছবি

মৌলভীবাজার (সিলেট) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার খবর পাওয়া গেছে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিকল হওয়া ট্রেনটিকে ভানুগাছ রেলস্টেশনে আনা হয়। ৮ নভেম্বর বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জান যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উঁচু এলাকা অতিক্রম করার সময় ইঞ্জিন দূর্বল থাকায় বিকল হয়ে পড়ে। পরে ট্রেনটিকে উদ্ধারে পিছন দিকে টেনে ভানুগাছ রেলস্টেশনে আনা হয়।

Ad
Ad

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, পাহাড়িকা এক্সপ্রেসকে উদ্ধার করে ভানুগাছ রেল স্টেশনের নিয়ে আসা হয়েছে। এখান থেকে জয়ন্তিকা এক্সপ্রেসের একটি ইঞ্জিন এনে পাহাড়িকা এক্সপ্রেসকে রশিদপুর নিয়ে যাওয়া হবে। লাউয়াছড়া এলাকা উঁচু থাকার কারনে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চলতে পারেনি। সমতল এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস স্বাভাবিকভাবে চলতে পাড়লেও ইঞ্জিন দূর্বল হওয়ার কারনে এটি পাহাড়ে চলতে পাড়ছে না। ট্রেনটিকে সরানো হলে সিলেটের সাথে আবারও সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ঝিনাইদহে আলেমদের সঙ্গে বিএনপির মতবিনিময়
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:১৭:১৪


সংবাদ ছবি
সত্যের পথে বিএনপি অটল : ফয়জী
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৭:৩৬





সংবাদ ছবি
সেনবাগে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
২৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৮:৩২



Follow Us