• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ ভোর ০৫:১৬:২৩ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে কলকাতায় ক্যামেরন গ্রিন

১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯:৫১

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আবুধাবিতে অনুষ্ঠিত ২০২৬ আইপিএল মিনি নিলামে তাকে অবিশ্বাস্য ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল নিলামের ইতিহাসে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।

Ad

এই নিলামের মাধ্যমে নিজের স্বদেশী মিচেল স্টার্কের রেকর্ড ভেঙেছেন গ্রিন। এর আগে ২০২৪ সালের নিলামে স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে আলোড়ন তুলেছিল কেকেআর। এবার সেই রেকর্ড নিজেরাই ভেঙে আরও বেশি দামে গ্রিনকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

Ad
Ad

আইপিএলের ইতিহাসে ২০ কোটি রুপির বেশি দামে বিক্রি হওয়া তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হলেন ক্যামেরন গ্রিন। এর আগে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স (২০ কোটি ৫০ লাখ রুপি) এই মাইলফলক স্পর্শ করেছিলেন। তবে আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী গ্রিন পারিশ্রমিক হিসেবে সর্বোচ্চ ১৮ কোটি রুপি পাবেন। অতিরিক্ত ৭ কোটি ২০ লাখ রুপি জমা হবে বিসিসিআইয়ের বিশেষ তহবিলে।

এর আগে ক্যামেরন গ্রিন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মোট ২৯টি আইপিএল ম্যাচ খেলেছেন। এই অলরাউন্ডার ১৫৩.৬৯ স্ট্রাইক রেটে ৭০৭ রান করেছেন, যা তাকে নিলামে অন্যতম আকর্ষণীয় খেলোয়াড়ে পরিণত করে।

নিলামের শুরু থেকেই অলরাউন্ডারদের ঘিরে ছিল নাটকীয়তা। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনকে নিতে কোনো দল আগ্রহ দেখায়নি। তবে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে জমে ওঠে লড়াই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে টানটান প্রতিযোগিতার পর শেষ পর্যন্ত ৭ কোটি রুপিতে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২২:০৭







সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫



Follow Us