• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ দুপুর ০১:১৫:৫৫ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

বিপিএল

সর্বোচ্চ দামে বিক্রি হলেন নাঈম শেখ

৩০ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১০:০৬

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: আসন্ন বিপিএলের নিলামের প্রথম ডাকে নাম ওঠে নাঈম শেখের। যেখানে দলগুলো তাকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে। তবে শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় এই ওপেনারকে দলে নিতে পেরেছে চট্টগ্রাম রয়েলস।

Ad

৩০ নভেম্বর রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে এবারের নিলাম।

Ad
Ad

গত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন নাঈম শেখ। খুলনা টাইগার্সের হয়ে ১৪ ম্যাচে ৫১১ রান করেছিলেন তিনি। যা টুর্নামেন্টের সর্বোচ্চ।

সবশেষ এশিয়া কাপের দলেও জায়গা পেয়েছিলেন নাঈম। কিন্তু নিজের সেরা দিতে পারেননি তিনি। তবে এবার বিপিএল দিয়ে আবারও জাতীয় দলের দরজা খুলতে চাইবেন এই বাঁ-হাতি ওপেনার।

এবার বিপিএল নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ১৫৯ দেশি ও বিদেশি ২৬০ জন ক্রিকেটার।

১৪৭ জন দেশি ক্রিকেটারকে মোট ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘বি’ ৩৫ লাখ টাকা, ‘সি’ ২৫ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ টাকা, ‘ই’ ১৪ লাখ টাকা এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ১১ লাখ টাকা। 

২৬০ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া ‘বি’ ২৫ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারের ভিত্তিমূল্য ১০ হাজার ডলার।

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এর আগে ২৪ ডিসেম্বর মিরপুরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর ২৩ জানুয়ারি শিরোপার লড়াই দিয়ে পর্দা নামবে এই চার-ছক্কার টুর্নামেন্টের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
সুব্রত বাইনের মেয়ে বিথি আটক
১৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:০১:৪২



সংবাদ ছবি
আড়াইহাজারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
১৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৯






Follow Us