• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০৮:৪৮:০৬ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

সিলেট সিটির বর্ধিত গৃহকর বাতিল করলেন মেয়র

২৫ মে ২০২৪ সকাল ০৭:৪৩:৪৯

সংবাদ ছবি

সিলেট প্রতিনিধি: তীব্র আন্দোলনের মুখে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) এলাকার বর্ধিত গৃহকর বাতিল ঘোষণা করেছেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

২৪ মে শুক্রবার রাত ৯টায় সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে মেয়র এ ঘোষণা দেন।

Ad
Ad

এর আগে নগর ভবনের সভাকক্ষে সিসিকের কাউন্সিলরদের নিয়ে জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Ad

সাংবদিকদের প্রশ্নের জবাবে সিসিক মেয়র বলেন, আপাতত এই অ্যাসেসমেন্ট বন্ধ থাকবে। আবার নতুন করে তা করা হবে। সেক্ষেত্রে রাজশাহী বা খুলনার মতো সিটির সঙ্গে সামঞ্জস্য রেখে তা করা হবে।

তিনি বলেন, কাউন্সিলররাসহ নগরীর প্রতিটি এলাকার সচেতন মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করেই হোল্ডিং ট্যাক্স রি-অ্যাসেসমেন্ট করা হবে।

তিনি বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত মেয়র। জনগণের প্রতিপক্ষ নই। সুতরাং জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ বা এমন কোনো সিদ্ধান্ত আমার দ্বারা বাস্তবায়ন হবে না। ইতোমধ্যে যারা নতুন অ্যাসেসমেন্ট অনুযায়ী ট্যাক্স প্রদান করেছেন তাদের অর্থ পরবর্তীতে নতুনভাবে সমন্বয় করারও ঘোষণা দিয়েছেন সিসিক মেয়র।

মেয়র আরও বলেন, ‘নগরবাসীকে সাথে নিয়ে নগরীর কল্যাণে যেকোনো প্রতিকূল পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। জনগণের প্রতিষ্ঠানে জনমত প্রাধান্য পাবে’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩





Follow Us