• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সকাল ০৯:৫৫:৫৯ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

২৫ জুলাই ২০২৪ সকাল ১০:১৫:১৮

সংবাদ ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাশিনাথপুর গ্রামে রানা হামিদ (২৩) নামের এসএসসি পাশ এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

২৪ জুলাই বুধবার বিকেলে কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা হামিদ একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, কাশিনাথপুর গ্রামের শিক্ষার্থী রানা হামিদ বুধবার দুপুরে লাঙ্গলবার বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথে গ্রামের মাঝে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে ধাওয়া করে। প্রাণ ভয়ে গ্রামের এক বাড়িতে আশ্রয় নেয় রানা হামিদ। সেখানে হামলা চালিয়ে ঘরের তালা ভেঙ্গে রানাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে রেখে যায় হামলাকারীরা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

Ad

স্বজনদের অভিযোগ, গত ২২ জুলাই সোমবার রাতে উপজেলার বন্দেখালী গ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাসকে কুপিয়ে যখম করে প্রতিপক্ষ। এ ঘটনার জেরে মতিয়ার রহমানের সমর্থকরা রানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ তাদের।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
সেনবাগে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
২৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৮:৩২










Follow Us